ইবি প্রতিনিধি:
‘ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ’ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন কমিটি গঠনের মাধ্যমে যাত্রা শুরু করেছে। এতে কো-অর্ডিনেটর হিসেবে আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোতালেব বিশ্বাস লিখন ও যুগ্ম কো-অর্ডিনেটর হিসেবে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান মিজান মনোনীত হয়েছে।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) ‘ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ’ যশোর শাখার আঞ্চলিক সমন্বয়কারী রকিবুল ইসলাম রকি এবং যুগ্ম আঞ্চলিক সমন্বয়কারী সুমাইয়া সুলতানা দিবা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন।
২৪ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম কো-অর্ডিনেটর সাফরা আয়াত রজনী, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক মানজির আহসান, কোষাধ্যক্ষ চয়ন হোসেন, কর্মশালা সম্পাদক রাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক ফয়সাল হাসান, দিবস পালন সম্পাদিকা মিম খাতুন, কার্যকরী সদস্য রানা আহম্মেদ অভি , জাহিদুর রহমান , সুমাইয়া পারভিন এবং ইসরাত জাহান জেবা।
এছাড়া সাধারণ সদস্য হিসেবে আছেন মনির হোসেন, রাহাত, সুমন মিয়া, সামিয়া জামান, তাসমিনা আক্তার, তৌফিকুর রহমান রিফাত, সবুজ আলী, শারজাহানা আক্তার তিথি, রুবাইয়েত হাসিন রঙ্গন, অনিতা ইসলাম ও পিংকি খাতুন ।
সংগঠনটির কো-অর্ডিনেটর মোতালেব বিশ্বাস লিখন বলেন, “ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ’র যে সকল নীতিমালা আছে যেগুলো সামনে রেখে আমরা ইবিতে এর যথাযথ প্রয়োগ করতে চাই। এজন্য কমিটির অন্যান্য সদস্যদের সহযোগিতা কামনা করছি।”