ইবি প্রতিনিধি:
স্তন ক্যান্সার সচেতনতার মাস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গোলাপী সড়ক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন” (ক্যাপ) কুষ্টিয়া জোনের উদ্যোগে রবিবার (১৬ অক্টোবর) এই আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের ডায়না চত্বর থেকে ক্যাপ কুষ্টিয়া জোনের সভাপতি সিয়াম মির্জা ও সাধারণ সম্পাদক মরিয়ম নেসা মীমের নেতৃত্বে শোভাযাত্রাটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূণরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে ক্যান্সার সচতেনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফারহানা এবাদ রিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সেন্ট্রাল আইটি বিষয়ক সম্পাদক রিয়াদুস সালেহীন, সাবেক সভাপতি মহব্বত ফয়সাল এবং ভলান্টিয়ার এ্যাফেয়ারস বিষয়ক সম্পাদক সিদওয়ানুল হক সাকিন। এ সময় সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক তাজমিন সুলতানা, সিনিয়র সদস্য তৌফিক আহমেদ ও সাকলাইন মুস্তাকসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে সমাপনী বক্তব্য রাখেন ক্যাপ কুষ্টিয়া জোনের সাধারণ সম্পাদক মরিয়ম নেসা মীম।
আলোচনায় বক্তারা ক্যান্সার বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও স্তন ক্যান্সার হলে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
উল্লেখ্য, ক্যাপ প্রতিবছর অক্টোবর মাসে গোলাপী সড়ক শোভাযাত্রার আয়োজন করে থাকে। এটি স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতার একটি অংশ। স্তন ক্যান্সার গবেষণার প্রয়োজনে বিশ্ব টিস্যু ব্যাংক প্রতিষ্ঠার আজ ১০ বছর পূর্ণ হলো এবং বিশ্বব্যাপী ১০ বছর পূর্তি উদযাপন করা হচ্ছে।