ইবি প্রতিনিধি:
ইসলামী বিশবিদ্যালয়ে (ইবি) ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ নভম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের আল- হাদিস এ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে বিভাগীয় সভাকক্ষে এর আয়াজন করা হয়।
বিভাগীয় অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিভাগের অধ্যাপক ড. ময়নুল হক। প্রধান আলাচক হিসেবে ছিলেন গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ, কুমিল্লার সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাসেম (২৬তম বিসিএস, শিক্ষা ক্যাডার)।
ড. কাসেম বলন, ‘যে মানুষ মস্তিষ্কের ব্যবহারে যতটা পারঙ্গম হবে, সে এই পথিবীত ততটা সফল হবে। বর্তমান পৃথিবীতে টিকতে হলে আমাদেরকে যুগের সাথে আপডেট থাকতে হবে। যোগ্যতা অর্জনের ক্ষেত্রে জ্ঞান, দক্ষতা, দষ্টিভঙ্গী ও মূল্যবাধ এই চারটি স্তর অতিক্রম করতে পারলেই একজন ব্যক্তি যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে। শুধু মুখস্থবিদ্যায় নির্ভরশীল না হয়ে বাস্তবতার সাথে পড়াশোনায় অভ্যস্থ হতে হবে।
বিভাগটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান বলেন, ‘বর্তমান সময় উচ্চশিক্ষিত বেকার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে হতাশায় ভোগে। শিক্ষার্থীদের এই হতাশাবোধ থেকে মুক্তি দিতে এরকম ক্যারিয়ার কাউন্সলিং প্রোগ্রাম একান্ত প্রয়োজন। আমরা আশা করি এ ধরণের প্রোগ্রাম শিক্ষার্থীদের আশাবাদী হিসেবে নিজেকে গড়ে তুলতে সক্ষম হবে।