ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘ভূগোল ও পরিবেশ’ বিভাগের উদ্যোগে জিআইএস (জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম) দিবস পালিত হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) বেলা ১২টায় দিবসটি উপলক্ষ্যে ক্যাম্পাসে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের সামনে থেকে এ বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ইনজামুল হক, সহকারী অধ্যাপক বিপুল রায় ও সহকারী অধ্যাপক আনিসুল কবির। শোভাযাত্রায় বিভাগের প্রায় দুইশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে ওয়াজেদ মিয়া ভবনের ৫২৮নম্বর কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান আলোচক হিসেবে সহকারী অধ্যাপক ইনজামুল বলেন, ‘জিআইএস অর্থ শুধু ম্যাপ তৈরি করা নয়। আধুনিক যুগে জিআইএস’র প্রয়োজনীয়তা ব্যাপক। সকলকে এর প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে হবে ও বাস্তব প্রয়োগ ঘটাতে হবে। এসময় তিনি বিভাগ সম্পর্কিত যে কোন দিবস ও কার্যক্রমে বিভাগের পক্ষ থেকে সর্ব্বোচ্চ ভূমিকা পালনেরও আশ্বাস দেন।’
এর আগে বিভাগের শিক্ষার্থীদের তৈরিকৃত আধুনিক ম্যাপ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কাছে হস্তান্তর করা হয়।
এসময় উপাচার্য ড. সালাম বলেন, ‘বিভাগের পক্ষ থেকে এমন ব্যতিক্রমী উদ্যোগ খুবই প্রশংসনীয়। এরকম আধুনিক ম্যাপ বিভিন্ন বিশ^বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জায়গায় টাঙানো থাকে যা শিক্ষার্থীসহ দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষিত করে। আমাদের ক্যাম্পাসের প্রধান ফটকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যাতে এ ধরনের ম্যাপ টাঙানো হয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’