ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত ঠাকুরগাঁও জেলার শিক্ষার্থীদের সংগঠন ঠাকুরগাঁও জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীণ বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডোরের ১১৬ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি আসাদুজ্জোহা বাঁধনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান।
এছাড়াও শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, ঠাকুরগাঁও জেলা ছাত্র কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আরাফাত সরকার জীবন, বর্তমান সাধারণ সম্পাদক নুর ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোষাধ্যক্ষ আব্দুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে পরেশ চন্দ্র বর্ম্মণ বলেন, “শিক্ষার্থীদের আত্মসমর্পণকারী হতে হবে। নিজের স্বক্ষমতার সম্পর্কে বুঝে সে অনুযায়ী পথ চলতে হবে।
তিনি আরও বলেন, সুনির্দিষ্ট লক্ষ্য অবশ্যই থাকতে হবে এবং সে অনুযায়ী পথ চলতে হবে। শুধু লক্ষ্যের পানে চোখ রেখে চলা যাবে না। শুধু চোখ রাখলে হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকে৷ কোন পথে হাঁটছি সে দিকে খেয়াল রেখে চলতে হবে। লক্ষ্যটা হতে হবে ডায়নামিক এবং পরিস্থিতির আলোকে পরিবর্তন করার স্বক্ষমতাও রাখতে হবে তাহলে নিজে হতাশ হওয়ার সম্ভাবনা কম থাকবে। পরিস্থিতি ভেদে নিজেকে সমর্পণ করতে শিখতে হবে।”
অনুষ্ঠানে নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও প্রবীণদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে বিভিন্ন খেলার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।