ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফুটবল অ্যাসোসিয়েশন (আইইউএফএ) এর উদ্যোগে দুই দিনব্যাপী আট দলীয় সেভেন সাইড ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
মঙ্গলবার (০১ নভেম্বর) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে প্রথম দিনের খেলা আয়োজনের মাধ্যমে খেলার আনুষ্ঠানিকতা শুরু করে সংগঠনটি।
জানা যায়, আট দলীয় এই ফুটবল টুর্নামেন্টে নক আউট পর্বে মুখোমুখি হয় পদ্মা ও মেঘনা দল। এতে মেঘনা দলকে ৬-২ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে পদ্মা দল।
এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েল। এসময় উপস্থিত ছিলেন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাইমিনুল ইসলাম মিশু, সাধারণ সম্পাদক ইমানুল সোহান, প্রেসক্লাব সভাপতি আবু হুরাইরা, ইবিসাস সভাপতি শাহেদুল ইসলাম, শাখা ছাত্রলীগের সহ সভাপতি বনি আমিন ও আরিফুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মজুমদার এবং ছাত্রনেতা বিপুল হুসাইন খান।
ফুটবল টুর্নামেন্ট নিয়ে সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন বলেন, “প্রযুক্তির এই যুগে ক্যাম্পাসকে মাদক মুক্ত ও শিক্ষার্থীদের মাঠ মুখী করতে এই আয়োজন বিশেষ ভূমিকা রাখবে। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকুক এই প্রত্যাশা। আশা করি শিক্ষার্থীদের মাঠ মুখী করার মাধ্যমে মোবাইলে আসক্ত ও মাদক মুক্ত ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব হবে।”