ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত বগুড়া জেলার শিক্ষার্থীদের সংগঠন বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৯সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র করিডোরের ১১৬নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মোত্তালিবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুস সামাদ, অধ্যাপক ড. এ. এস. এম আয়নুল হক আকন্দ, মার্কেটিং বিভাগের প্রভাষক মো. রুহুল আমিন। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন ওয়াসিম, প্রেসক্লাবের সভাপতি আবু হুরাইরা ও সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের শিক্ষার্থী আলী আরমান রকি। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনটির সভাপতি বাপ্পা হোসেন বাপ্পী ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিব।
এসময় অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল মোত্তালিব বলেন, “নবীনদের সঙ্গ নির্বাচনে সজাগ হতে হবে। মাদকের ভয়াবহতা সম্পর্কে সতর্ক থাকতে হবে। পিতামাতার বোনা স্বপ্ন যেন ধ্বংস্ব না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
হয়। বিদায়ী ছাত্রদের জন্য শুভকামনা রইলো।”
এর আগে, অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করা হয়।