ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রলীগের আয়োজনে ও সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার আলিমুজ্জামান টুটুলের সৌজন্যে বঙ্গবন্ধু কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) রাত আটটায় লালন শাহ হলের টিভি কক্ষে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এটি অনুষ্ঠিত হয়।
ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়।
এছাড়াও ইবি প্রেস ক্লাবের সভাপতি সরকার মাসুম, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম এবং ইবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ওয়াসিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার আলিমুজ্জামান টুটুল। উপস্থিত শিক্ষার্থীদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ সম্পর্কিত নানান প্রশ্ন করেন। সঠিক উত্তর প্রদানের মাধ্যমে বিজয়ী শিক্ষার্থীদের আর্কষণীয় পুরস্কার হিসেবে মোবাইল ফোন, টেবিল ফ্যান ও বই প্রদান করা হয়।
এসময় আলিমুজ্জামান টুটুল বলেন, “আজকের এই অনুষ্ঠান সকলকে অনুপ্রেরণা জোগাবে। নিজেদের মধ্যে প্রতিযোগিতা মূলক মনোভাব তৈরি হবে। বিসিএস সহ চাকরি পেতে এই কুইজ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড.ওবায়দুল ইসলাম বলেন, “প্রতিযোগিতামূলক এমন কুইজ শিক্ষার্থীদের চাকুরির পড়াশোনায় বেশ সহায়ক হবে। এসময় তিনি শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস হতে দূরে থাকার আহ্বান জানান এবং লালন শাহ হল শাখা ছাত্রলীগকে এমন সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ জানান।