ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের সংগঠন ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ অক্টাবর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি হাসিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। প্রধান আলাচক হিসেবে ছিলেন বাংলাদশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট শাহ্ মনজুরুল হক।
বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দীন, সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, বায়োটেকনোলজি এ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মিন্নাতুল করিম ও শেরপুর উপজেলার নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস চয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম, ফুলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল করিম রাসেল এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সম্পাদক মশিউর রহমান জয় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শাকিল আহমেদ ও জান্নাতুল মাওয়ার যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি এ বি এম রিজওয়ান উল ইসলাম।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া মধ্যাহ্নভোজর পর মনাজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে মেয়র ইকরামুল হক টিটু বলেন, “সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদশ স্বাধীন হয়েছিলো বলেই আমরা এই ইসলামী বিশ্ববিদ্যালয় পেয়েছি। বঙ্গবন্ধুর সুযাগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদার শিক্ষানীতির ফলে দেশ এগিয়ে যাচ্ছে। এই উদার শিক্ষানীতির ফলে আজ সরকারী- বেসরকারী মিলে প্রায় দেড়শ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এই বিশ্ববিদ্যালয়গুলো দেশে উচ্চ শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।”