ইবি প্রতিনিধি:
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার ও তাদের দোসরদের হাতে নির্মমভাবে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস)। বুধবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতিসৌধ বেদিতে সংগঠনটির সদস্যরা এ পুষ্পার্ঘ্য অর্পণ
করেন।
এ সময় ইবিসাস সভাপতি শাহেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন ওয়াসিমের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক ইমানুল সোহান, দপ্তর সম্পাদক তাজমুল হক জায়িম, প্রচার সম্পাদক মুতাছিম বিল্লাহ রিয়াদ ও কার্যনির্বাহী সদস্য ইমরান মাহমুদ। এছাড়া সংগঠনটির সদস্য জুয়েল রানা, মোর্শেদ মামুন ও নিয়ামতুল্লাহ মুনিম উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।
পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট, শাপলা ফোরাম, শাখা ছাত্রলীগ, জিয়া পরিষদ, আবাসিক হলসমূহ, বিভিন্ন বিভাগ, হল, ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।