ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কবিতা আবৃত্তি বিষয়ক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’ এর উদ্যোগে ‘সম্প্রীতির সংগ্রামে আমরা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি ।
পবিত্র কুরআন, গীতা ও বাইবেল থেকে পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কার্যক্রম শুরু করে সংগঠনটি। পরে আলোচনা সভা ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি নাঈমা পারভীন নীলার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, ইবি প্রেস ক্লাবের সভাপতি আবু হুরাইরা এবং ঐক্যমঞ্চের আহ্বায়ক ও আবৃত্তি আবৃত্তির সাবেক সভাপতি নুরুল্লাহ মেহেদী।
এছাড়া সংগঠনের প্রায় অর্ধশতাধিক সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের শিক্ষার্থী নওশীন পনীনী সুস্মা।
এসময় সংগঠনটির সভাপতি নাঈমা পারভীন নীলা বলেন, “নতুনরাই সংগঠনের প্রাণ, আজ সেই সুন্দর দিন। নতুনদের নিয়ে সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে দেশ ও জাতির কাছে মুক্তিযুদ্ধের চেতনাকে সুন্দর ভাবে কবিতার মাধ্যমে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।”
আলোচনা সভায় অধ্যাপক ড. মিয়া রাসিদুজ্জামান বলেন, “আমাদের প্রকৃত মানুষ হতে হলে মানবীয় গুণাবলির বিকাশ ঘটাতে হবে। আর এর অন্যতম একটি উপায় হলো কবিতা চর্চা ও কবিতা আবৃত্তি।”