ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ এবং আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে।
রবিবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত ১০ডিসেম্বর ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. অশোক কুমার চক্রবর্তী’র মেয়াদ শেষ হওয়ায় সিনিয়ার শিক্ষক অধ্যাপক ড. শরিফ মো: আল রেজা’কে সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হয়৷ এদিকে আল-কুরআন এণ্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নাসির উদ্দীন মিঝি’কে অধ্যাপক ড. মোহাম্মদ এয়াকুব আলীর স্থলাভিষিক্ত করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত নতুন চেয়ারম্যানদ্বয়কে আগামী তিন বছরের জন্য নিয়োগ দেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ।
দায়িত্বপ্রাপ্ত নতুন চেয়ারম্যানদ্বয় বলেন, ‘বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীদের সাথে নিয়ে বিভাগকে সাফল্যের পথে এগিয়ে নিতে চায়। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।’