ইবি প্রতিনিধি:
‘জাতীয় বিপ্লব’ ও ‘সংহতি দিবস’ পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।
দিবসটি উপলক্ষে সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটি। পরে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। জাতীয়তাবাদী কর্মকর্তা ও কর্মচারী ফোরামের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে সাদা দলের যুগ্ন আহবায়ক লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মো. সেলিমসহ লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আসাদুজ্জামান ও আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাব উপস্থিত ছিলেন।
এছাড়া জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সভাপতি আব্দুল মঈদ বাবুল ও জাতীয়তাবাদী কর্মচারী ফোরামের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক বাদল ও মো. তোজাম হোসেন সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।