ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামে সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে নওগাঁ ব্লাড সার্কেল, উত্তরগ্রাম শাখা। সমাবেশ থেকে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানানো হয়।
শুক্রবার (২০ অক্টোবর, ২০২৩) নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউপি বাজারে দুপুর ৩ ঘটিকায় সংহতি সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল একটি অবৈধ দখলদার রাষ্ট্র। তারা ফিলিস্তিনে উড়ে এসে জুড়ে বসে ফিলিস্তিনিদেরকেই বিতাড়িত করতে চাচ্ছে। হাজার হাজার নারী-শিশু হত্যা করছে। বিশ্ব মানবতা এসব দেখেও না দেখার ভান করছে। আমরা অবৈধ ইসরায়েলের বিরোধিতা এবং ফিলিস্তিনের মুক্তিকামী জনগণের পক্ষে সংহতি প্রকাশ করছি। সেই সাথে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানাচ্ছি।