ইসরায়েল-ফিলিস্তিন সীমান্তে বর্তমানে চলছে মুহুর্মুহু সংঘাত। প্রতিদিনই মারা যাচ্ছে নারী-শিশু-বৃদ্ধসহ সাধারণ মানুষ। বৈশ্বিক গণমাধ্যম সেই সংবাদকে কতটা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরছে এবং কীভাবে ফ্রেমিং করছে তা নিয়ে এক ওয়েবিনারের আয়োজন করছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
রবিবার ১২ অক্টোবর, রাত ১০ টা নাগাদ অনলাইন মাধ্যমে অনুষ্ঠানটি আয়োজনের কথা রয়েছে।
মূলত “ইসরায়েল-প্যালেস্টাইন কনফ্লিক্ট অ্যান্ড কনটেস্টেড নেরেটিভস ইন গ্লোবাল মিডিয়া” শিরোনামে জার্নালিজম, কিমিউনিকেশন ও মিডিয়া স্টাডিজ বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করছে।
উক্ত অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজীমউদ্দিন খান এবং সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর ।
অনুষ্ঠানটি পরিচালনা করবেন, স্টেট ইউনিভার্সিটির জার্নালিজম, কিমিউনিকেশন ও মিডিয়া স্টাডিস বিভাগের সহযোগী অধ্যাপক মো. সামসুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন দেশ-বিদেশি বিভিন্ন সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব।
অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে। ওয়েবিনারের লিংক: https://bdren.zoom.us/j/91527823738