মো আমান উল্লাহ, বাকৃবি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসানের সাথে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় উপাচার্যের বাসভবনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন এবং সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ে চলমান বিভিন্ন সমস্যা, ছাত্রী হলের সিট সংকট, শিক্ষার্থীদের বিভিন্ন দাবিসহ ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরেন সাংবাদিকরা। এসময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।
উপাচার্য বলেন, ‘তোমরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের পাশাপাশি সততার সাথে কাজ করবে। বাকৃবিতে কর্মরত সাংবাদিকেরা প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ের সকল অর্জন জাতির সামনে তুলে ধরছে। সাংবাদিকরা তাদের সুচিন্তিত লিখনীর মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে। সামনের দিগুলোতেও সেই ধারাবাহিকতা বজায় রেখে স্মার্ট সাংবাদিকতা করতে হবে।’
মতবিনিময় সভা শেষে উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান বাকৃবি সাংবাদিক সমিতির নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা।