সৈয়ব আহমেদ সিয়াম, চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘কণিকা’র ১৩ তম শীতবস্ত্র বিতরণ ও ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালীতে এই কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।
এসময় তিন শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও শীতের সুরক্ষা সামগ্রী বিতরণ করা ছাড়াও দুই শতাধিক দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। চিকিৎসা সেবা গ্রহীতাদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে সরবরাহ করেছে কণিকা। কর্মসূচির আওতায় দেড়শ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপও নির্ণয় করা হয়েছে।
সকাল এগারোটায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ মুনিরের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের সঞ্চালনা করেন কণিকা- একটা রক্তদাতা সংগঠনের সদস্য তামান্না আক্তার।
এসময় স্থানীয় তরুণদের মধ্যে রক্তদানে সচেতনতা ও মাদকবিরোধী সেমিনার পরিচালনা করেন কণিকার ক্যাম্পেইন বিষয়ক সম্পাদক মাবিয়া নওশীন। বাল্যবিবাহ ও নারী শিক্ষা বিষয়ক সেমিনার পরিচালনা করেন সংগঠনটির সদস্য নাবিল নাফসিন চৌধুরী ও সাদিয়া ফাতেমা মীম।
প্রধান অতিথির বক্তব্যে সমাজকর্মী জে এম গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, ‘কণিকার মতো সংগঠনগুলো অসহায়দের সহায়তায় সবসময় এভাবে এগিয়ে আসে বলেই পৃথিবীটা এত সুন্দর। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী তথা তরুণদের সম্পৃক্ত করে এই ধরণের জনকল্যাণকর কাজ সমাজ খুবই ইতিবাচক ভূমিকা রাখে। তাছাড়া রাজাখালীর মত এমন প্রত্যন্ত এলাকায় এখনো বাল্যবিবাহের প্রচলন আছে, নারী শিক্ষা বিষয়ক কুসংস্কারও কম নয়। কণিকা- একটি রক্তদাতা সংগঠন তাদের কর্মসূচির মধ্যে এই বিষয়গুলোও রেখেছে, এটা খুবই দরকারী। ’
এসময় পেকুয়ার রাজাখালীর মতো এমন প্রত্যন্ত এলাকা শীতবস্ত্র বিতরণের জন্য বেছে নেওয়ায় কণিকাকে ধন্যবাদ জানান তিনি।
এসময় বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ ইউছুপ, কণিকার সাবেক সভাপতি প্রকৌশলী মো. সায়েম প্রমূখ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ কর্মসূচির সভাপতিত্ব করেন কণিকার বর্তমান সভাপতি মো. কফিল উদ্দিন।