ঢাবি প্রতিনিধি
আজ রবিবার, ১১ই সেপ্টেম্বর বেলা ১১ টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়, কিশোরের মুক্তিযুদ্ধ, মেসবাহ কামালের স্মৃতি ও সংগ্রাম নামক অনুষ্ঠান। আন্তর্জাতিক জন- ইতিহাস ইন্সটিটিউট কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাসবিদ অধ্যাপক ড. আব্দুল মমিন চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক জন- ইতিহাস ইন্সটিটিউট এর সভাপতি অধ্যাপক ড. মেসবাহ কামাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আসাদুজ্জামান নূর (এম পি, নীলফামারী-২)।
বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র নির্মাতা ফুয়াদ চৌধুরী। অনুষ্ঠানে মূলত প্রধান বক্তা অধ্যাপক ড. মেসবাহ কামাল তার মুক্তিযুদ্ধকালীন স্মৃতিচারণ করেন। প্রধান অতিথি তাঁর মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠান এর ব্যাপারে তার স্মৃতিচারণ করেন।
সভাপতি ড. আব্দুল মমিন চৌধুরী উপস্থিত শ্রোতা ও অতিথিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধ ও এর পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধাদের জীবন সম্মন্ধে জানতে এ ধরনের আরো অনুষ্ঠান আয়োজন করা হবে।