কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন করে ৫ জন সহকারী প্রক্টর নিয়োগ ও ২ জনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার মোঃ আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷
বিজ্ঞপ্তি গুলো থেকে জানা যায়, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম, মাহমুদুল হাসান, নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক অমিত দত্ত, ফার্মেসী বিভাগের প্রভাষক মোঃ কামরুল হাসান দু’বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে৷
এছাড়া বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু এবং ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেনের মেয়াদ এক বছর বৃদ্ধি করা হয়েছে।