কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দৈনিক প্রথম আলো পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ‘কুবি বন্ধুসভা’।
বুধবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় পত্রিকাটির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের এলাকার পত্রিকা হকার মো. ইউসুফকে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
বিকাল সাড়ে ৩টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সদস্যরা। এরপর মিষ্টি মুখ করে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
প্রথম আলো বন্ধুসভার সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন. এম রবিউল আউয়াল চৌধুরী, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান, প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান, কাজী এম. আনিছুল ইসলাম,মাহফুজুর রহমান, নিশাত নিগার ও প্রথম আলোর কুমিল্লার নিজস্ব প্রতিবেদক গাজীউল হক সোহাগ।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, আমি প্রথম আলো পত্রিকা বাজারে আসার পর থেকেই পড়তাম। প্রথম আলো শুধু একটি পত্রিকাই নয় এটি একটি অ্যাজেন্সি। তারা শুরু থেকে সেবামূলক, উন্নয়নমূলক কাজ করে আসছে। তখনই থেকেই দেখেছি প্রথম আলো সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে আপোষনীন ছিলো। তাদেরই অঙ্গসংগঠন হলো প্রথম আলো বন্ধুসভা। প্রথম আলো বন্ধুসভা শিক্ষার্থীদের সবসময়ই মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। আমি প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাই।
আলোচনাসভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বন্ধুসভার সদস্যরা।