কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত সিলেট বিভাগের শিক্ষার্থীদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনে নবীনবরন অনুষ্ঠিত হয়েছে৷ এসময় সংগঠনের ১৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়৷
বৃহস্পতিবার (১০নভেম্বর) দুপুর ২ টায় বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়৷
এর আগে কুইজ প্রতিযোগিতা হয়৷ এতে সংগঠনের ১৪তম ও ১৫ তম ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে৷ অনুষ্ঠান শেষে বিজয়ী তিনজনকে পুরষ্কৃত করা হয়৷ এছাড়া, বন্যার সময়ে অ্যাসোসিয়েশনের সদস্যরা সুনামগঞ্জের বন্যাকবলিত মানুষকে সাহায্যে করেন বিভিন্ন ভাবে৷ সেগুলো একটি ভিডিওচিত্রের মাধ্যমে প্রজেক্টরে প্রদর্শন করা হয়৷ এসময় সংগঠনের সাবেক দুই প্রবাসী সদস্য ভিডিওবার্তায় নবীনদের শুভেচ্ছা জানান৷
সংগঠনটির সাধারণ সম্পাদক সাইদুল আলমের সঞ্চালনায় ও সভাপতি কাজী সাকিবুর রহমানের সভাপতিত্বে অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ৷ এসময় সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন৷
হাসেনা বেগম তার বক্তব্যে বলেন, সিলেটের আমরা যারা আছি তারা একসাথ হলে কথা বলতে পারি৷ ভাবের বিনিময় হয়৷ এখানে আসলে আমি মাটি, মা, জল এগুলোর স্পর্শটা পাই৷ এখানে এসে দম ফেলা বা নিশ্বাস নিতে পারি৷
নবীন শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে তিনি বলেন, আপনারা যারা কষ্ট করে এখানে চান্স পেয়েছেন তারা এখন বিশ্ববিদ্যালয় ও সমাজের কাছে দায়বদ্ধ৷ আপনাদেরকে সমাজ ও দেশের জন্যও কাজ করতে হবে৷ এজন্য আগে নিজেকে সফল করতে হবে৷
রেজাউল ইসলাম মাজেদ বলেন, প্রত্যেকটা কাজে সবার আগে নিজের বাবা মায়ের কথা ভাবতে হবে৷ বাবা মা অনেক কষ্ট করে এখানে পাঠিয়েছেন৷ মা-বাবা আমাদের জন্য অনেক কিছু করেছেন৷ আমাদেরও দায়িত্ব আছে তাদের প্রতি৷ সচরাচর আমরা বড় হয়ে নিজেদের দায়িত্ব ভুলে যাই। আমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি তাদের অবশ্যই মনে রাখতে হবে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের খরচ বহন করা হয়৷ তাই এই সাধারণ মানুষদের কখনোই সম্মান দিতে ভুলো না।
নবীন শিক্ষার্থীদের তিনি মনে করিয়ে দেন পড়শোনার মান হচ্ছে ১ এবং অন্যান্য দক্ষতা ও যোগ্যতা মান হচ্ছে শূন্য৷ যখন ১ এর পাশে একেকটা দক্ষতার জন্য শূন্য বসতে থাকে তখন ১ থেকে দশ একশ একহাজার লক্ষ কোটি এরকম মান বাড়তে থাকে৷ কিন্তু ১ ই যদি না থাকে তবে এই শূন্য গুলোর কোনো মানে নেই। সুতরাং পড়াশোনার পাশাপাশি দক্ষতা বৃদ্ধির চেষ্টা করতে হবে।