কুবি প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাবের আওতাভুক্ত ইয়োথ প্রজেক্ট ‘লিও ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি’ র ২০২৩-২৪ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর), ক্লাবটির উপদেষ্টা লায়ন আজহার মাহমুদ পিএমজিএফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী শারমিন আক্তার কেয়া কে সভাপতি এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী হাসিন মাহতাব মাহিন কে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
নব গঠিত কমিটিতে সহ -সভাপতি হিসাবে আছেন মো. তরিকুল ইসলাম মইন, মো. নুরুল ইসলাম জামশেদ এবং শাফায়েত রহমান।
এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে আছেন আহসানুল আনাম সবুজ ও রাকিব হাসান, ক্লাব অর্থ সম্পাদক ও যুগ্ম অর্থ সম্পাদক হিসেবে আছেন হাসিবুল হোসাইন , ইমন সাহা, এবং মশিউর রহমান।
এছাড়াও কমিটিতে দায়িত্ব প্রাপ্ত অন্যান্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক শাহেদুল ইসলাম, সদস্য উন্নয়ন সমন্বয়ক আবদুল আল মমিন , ব্রান্ডিং ও প্রমোশন বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, প্রচার সম্পাদক জোবায়ের হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শাহরিয়ার সাফল্য এবং নারী সদস্য উন্নয়ন বিষয়ক সম্পাদক প্রমি দাশ।
উল্লেখ্য, নতুন কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।