প্রতিনিধি, কুবিঃ
ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির উদ্যােগে কুমিল্লায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ‘দক্ষতা ও কর্মসংস্থানে প্রতিবন্ধী ব্যক্তির অন্তর্ভূতি’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) কুমিল্লা ব্র্যাক লার্নিং সেন্টারের হল রুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির সেক্টর স্পেশালিষ্ট উম্মে কুলছুমের সঞ্চলনায় ও কুমিল্লা জেলা সমন্বয়ক জিয়া উদ্দিন আহম্মদ সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক জেড এম মিজানুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন দপ্তরের উপ পরিচালক মোহাম্মদ সামসুজ্জাম্মান, জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হাসান আহমেদ কামরুল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুল ইসলাম ও ব্র্যাকের বিভাগীয় ম্যানেজার মশিউর রহমান।
ব্র্যাক সম্পর্কে জানাতে গিয়ে বিভাগীয় ম্যানেজার মশিউর রহমান বলেন, একটি শোষন ও বৈষম্য মুক্ত পৃথিবী গড়ে তুলতে গত ৫০ বছর ধরে কাজ করে যাচ্ছে ব্র্যাক। যেখানে মানুষ তার নিজস্ব সম্ভাবনা বিকাশের সুযোগ পাবে। শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, দক্ষতা উন্নয়ন, নারীর ক্ষমতায়সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে সংস্থাটি।
বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজে প্রতিষ্ঠিত করতে, দক্ষ করে তুলতে বিশেষভাবে মনোযোগী। বর্তমানে প্রায় ১৬০ জন প্রতিবন্ধী কর্মীকে ব্র্যাকে কর্মরত আছেন। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
মোহাম্মদ সামসুজ্জামান বলেন, স্বামী-স্ত্রীর ব্লাড গ্রুপ একই হলে সন্তান প্রতিবন্ধী হতে পারে। তাই আমাদের সচেতন হতে হবে। এখানে সবচেয়ে প্রয়োজন মানসিকতার পরিবর্তন। সমাজকে পরিবর্তন করতে হলে, সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের স্থান তৈরি করে দিতে হলে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে।
সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান খান বলেন, ব্র্যাক বিশ্বের সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সংস্থা। নারী, প্রতিবন্ধী ব্যক্তিসহ মাল্টি ডাইমেনশনাল কাজ করে যাচ্ছে ব্র্যাক। তাদের ভাল কাজের মাধ্যমে, দক্ষতার মাধ্যমে আজকের অবস্থানে এসেছে। নিজের অবস্থান তৈরি করেছে।
প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আমরা বোঝা মনে করি, কিন্তু ভাল পরিবেশ, কাজের সুযোগ সুবিধা ফেলে তারাও বিশেষজ্ঞ হয়ে উঠতে পারে। রাষ্ট্রীয়ভাবেও আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করছি। স্কুল, বিশ্ববিদ্যালয় ভর্তি, চাকরির ক্ষেত্রে তাদের জন্য আলাদা সুযোগ রয়েছে। তাদের এগিয়ে নিতে হবে আমাদেরকেই। আমাদের সংবিধানে বলা হয়েছে সকল নাগরিকের সমান সুযোগ সুবিধা পাবে। তাহলে তাদেরও সমান অধিকার রয়েছে। তাদের আগামী গড়ে দিতে আমাদের চিন্তা করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে যারা যে কাজে দক্ষ তারা সে কাজ করবে। টেকনিক্যাল দক্ষতা অর্জন করতে হবে, আমাদের এই জায়গা লোকবল কম। সেখানকার জন্য দক্ষ লোকজন তৈরি করতে হবে।
এসময় ব্র্যাকের এরিয়া ম্যানেজার হাসিনা আক্তার, মো. রায়হান চৌধুরীসহ জেলা ম্যানেজার, জিজেডি রিজিওনাল ম্যানেজার, টিভিইটি স্পেশালিষ্ট, ওপিডি মেম্বার, গ্র্যাজুয়েট লার্নারসহ প্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের প্রবেশগম্যতার জন্য ইশারা ভাষায় অনুষ্ঠানে যুক্ত ছিলেন সৈয়দা মেহেরুন্নেসা।