বাকৃবি প্রতিনিধি
ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিক্ষোভ মিছিল করেছে বাকৃবি শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার সকালে ছা্ত্রদলের বিক্ষোভ মিছিলটি বৈশাখী চত্ত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের এক নং গেটে এসে শেষ হয়।
মিছিলটি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো আতিকুর রহমান ও সদস্য সচিব মো শফিকুল ইসলাম এর নেতৃত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব, তরিকুল ইসলাম তুষার, আশরাফ আহমেদ, সদস্য মেহেদী হাসান, আবির, ইসমাইল, শাহরিয়ার প্রমুখ।
জানা যায়, কুমিল্লার গণসমাবেশের লিফলেট বিতরণের সময় পুলিশের গুলিতে নিহত হন বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি শহীদ নয়ন। সম্প্রতি তারে বাসা থেকে ফেরার পথে ছাত্রদল কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা হয়। দাবি করা হয়, হামলায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আহত হন। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাকৃবি ছাত্রদল।
মিছিল শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো আতিকুর রহমান বলেন,আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা মিলে ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ভাই ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ভাইয়ের উপর যে হামলা করা হয় তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার শ্রাবণ ভাই ও জুয়েল ভাইয়ের নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্রদল সবসময়ই রাজপথে থাকবে।”