সৈয়ব আহমেদ সিয়াম, চবি প্রতিনিধি
সাংবাদিক সমিতির আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে ভার্চুয়াল টকশো অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত ৯ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় ভার্চুয়াল এ টকশো।”৫৭ তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: প্রত্যাশা ও প্রাপ্তি”।
অনুষ্ঠানটি সাংবাদিক সমিতির অফিশিয়াল পেইজ থেকে লাইভ সম্প্রচার করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি প্রত্যয় নাফাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সভাপতি সাইফুল ইসলাম। সঞ্চালনা করেন চবিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব এ রহমান।
অনুষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন, হল সমস্যা, ক্যাফেটেরিয়ার খাবারের মান, মাদক সমস্যা, অপরিচ্ছন্ন ক্যাম্পাস সহ বিভিন্ন বিষয় উঠে আসে। ভিসি ম্যাম আশ্বস্ত করেন, “সব ছাত্র সংগঠন একমত হয়ে হানাহানি না করার ব্যাপারে প্রতিশ্রুতি দিতে পারলে চাকসু নির্বাচন দেওয়া হবে।” প্রক্টর স্যার মাদক সমস্যা ও ক্যাফেটেরিয়ার খাবার বিষয়ে আশ্বস্ত করেন।