শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪

চবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো গবেষণা, উদ্ভাবন ও প্রকাশনা মেলা

প্রকাশ :

  • সৈয়ব আহমেদ সিয়াম, চবি প্রতিনিধি

গবেষণা কার্যক্রমকে উৎসাহ প্রদান, চট্টগ্রাম বিভাগ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গবেষণাকর্ম উপস্থাপনের লক্ষ্যে এবং ড. জামাল নজরুল ইসলামের ৮৪ তম জন্মদিন উপলক্ষে জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র এবং চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটি (সিইউআরএইচএস) এর যৌথ উদ্যোগে ‘গবেষণা ও উদ্ভাবনে আগামীর চট্টগ্রাম’ প্রতিপাদ্যকে ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সোমবার (২৭ ফেব্রুয়ারি ২০২৩) প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘চট্টগ্রাম রিসার্চ ফেস্টিভ্যাল’ শীর্ষক গবেষণা, উদ্ভাবন ও প্রকাশনা মেলা। এ উপলক্ষে সকাল ১০:০০ টায় চবি শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফেস্টিভ্যাল উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ও চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান। অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, গবেষক ও বিজ্ঞানী ড. মোহাম্মদ কায়কোবাদ। জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক ও গবেষণা মেলার সমন্বয়ক প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সাবেক পরিচালক প্রফেসর ড. মোঃ আবুল মনসুর চৌধুরী ও গবেষণা মেলার সদস্য-সচিব চবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রফেসর ড. অলক পাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিইউআরএইচএস এর মডারেটর গবেষণা মেলার পরিচালক প্রফেসর ড. আদনান মান্নান এবং ড. জামাল নজরুল ইসলামের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন তাঁর কন্যা জনাব সাদাফ সিদ্দিকী। এছাড়াও গবেষণা মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের স্বনামধন্য গবেষকবৃন্দ বক্তব্য রাখেন।

মাননীয় উপাচার্য তাঁর ভাষণে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং শিক্ষক-গবেষকদের জন্য একটি চমৎকার অনুষ্ঠান আয়োজন করায় আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, জ্ঞান-গবেষণা ছাড়া পৃৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব নয়। এ জন্য শিক্ষক-গবেষক এবং শিক্ষার্থীদের স্ব স্ব ডিসিপ্লিনে প্রচুর গবেষণা দরকার। দেশে গবেষণাকার্যক্রম উপস্থাপনের সংস্কৃতি গড়ে তুলতে এবং এর প্রসারে ব্যাপক উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবী। জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণে এ ধরণের গবেষণা মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মর্মে মাননীয় উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। মাননীয় উপাচার্য আরও বলেন, প্রখ্যাত বিজ্ঞানী প্রফেসর ড. জামাল নজরুল ইসলামের ৮৪তম জন্মদিন উপলক্ষে চবি জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র ও চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটির যৌথ উদ্যোগে গবেষকদের গবেষণাকর্ম উপস্থাপনের জন্য যে ফেস্টিভ্যালের আয়োজন করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। এতে গবেষকবৃন্দ যেমন তাঁদের গবেষণাকর্ম উপস্থাপনের সুযোগ লাভ করছেন অন্যদিকে তরুণ শিক্ষক-গবেষক এবং শিক্ষার্থীদের মধ্যেও গবেষণা সম্পর্কে আগ্রহের সৃষ্টি হচ্ছে। এ ধরণের ফেস্টিভ্যাল নিয়মিত আয়োজন হলে গকেষকবৃন্দ আরও উৎসাহে গবেষণাকর্মে আত্মনিয়োগ করবেন মর্মে মাননীয় উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। তিনি ফেস্টিভ্যালের সার্বিক সাফল্য কামনা করেন।

আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিলভিয়া নাজনীন। গবেষণা মেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৭টি অনুষদের ৫০টি বিভাগ, ৪০টি ল্যাব ও গবেষণা গ্রুপ এবং চট্টগ্রামের ২০টির অধিক বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলাতে সর্বমোট ১০৩টি স্টলে গবেষণাকর্ম উপস্থাপন করা হয়।

আরও পড়ুন

মন্তব্য করুন

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

spot_imgspot_img

এ সম্পর্কিত আরও পড়ুন

কোটিপতি হলেই কি সম্পদের সারচার্জ দিতে হবে?

মোঃ আতিকুল্লাহ সরকার,বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস সম্পদের সারচার্জ হল একটি অতিরিক্ত কর যা বিত্তবান বা উল্লেখযোগ্য সম্পত্তি সম্পন্ন...

দেশে প্রথম উপস্থাপনা নিয়ে রিয়েলিটি শো’র চ্যাম্পিয়ন ড্যাফোডিলের জয়া

মমতাজ হারবাল প্রোডাক্টস এর সার্বিক সহযোগিতায় এনটিভি আয়োজিত ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা ‘আলো ছড়াবে উপস্থাপনায়’। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের...

পাবিপ্রবিতে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ছাত্রীর আত্মহত্যা

পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী সিলিং ফ্যানের সাথে গলায় ফাস দিয়ে আত্নহত্যা করেছে। ঐ...

বাংলা চলচ্চিত্রের প্রথমবার শেখ ফরিদ পলক; ফাস্ট লুকেই বাজিমাত

নিজস্ব প্রতিবেদক: প্রকাশ পেয়েছে ‘জয় বাংলা ধ্বনি’ সিনেমার তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা শেখ ফরিদ পলকের ফার্স্ট লুক। শুক্রবার...

পাবিপ্রবির বিআরটিসি বাস ভাঙচুর, আহত ১

দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা চলা টানা ৪৮ ঘন্টার হরতালে ভাঙচুর করা হয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি)...

এ সম্পর্কিত আরও পড়ুন

পাবিপ্রবিতে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ছাত্রীর আত্মহত্যা

পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী সিলিং...

পাবিপ্রবির বিআরটিসি বাস ভাঙচুর, আহত ১

দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা চলা টানা ৪৮ ঘন্টার হরতালে ভাঙচুর...

৫৮ বছরে পা রাখলো শাটলের ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

২১০০ একর, দেশের সর্ববৃহৎ ক্যাম্পাস। হ্যাঁ, কথা বলছিলাম ১৯৬৬...

চবির ফারসি বিভাগে ছাত্রলীগের তালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে তালা...