সৈয়ব আহমেদ সিয়াম, চবি প্রতিনিধি
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী প্রেন চ্যুং ম্রো। ফুটবলে ১ মিনিটে পায়ের আঙুল দিয়ে ২০৮ টি ট্যাপ করে এই রেকর্ড করেছেন তিনি।
গত( ২৪ এপ্রিল ২০২২) তারিখে এই রেকর্ডের জন্য আবেদন করলে সম্প্রতি গিনেজ কর্তৃপক্ষ সেটি স্বীকৃতি দেয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস থেকে পাঠানো স্বীকৃতিমূলক ই-মেইল গত বুধবার (২ নভেম্বর) হাতে পেয়েছেন প্রেন চ্যুং ম্রো।
প্রেন চং ম্রো বর্তমানে ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগে তৃতীয় বর্ষে (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) অধ্যয়নরত আছেন। তাঁর বাড়ি বান্দরবান সদর উপজেলায়।
এ বিষয়ে অনুভূতি জানিয়ে প্রেন চ্যুং ম্রো বলেন, দীর্ঘ ৬ মাস অপেক্ষার পর এই রেকর্ড হোল্ডার হতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমি সবসময় এমন কিছু করতে চেয়েছি যেটা আমার এবং জাতির জন্য নতুন কিছু হবে। আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এ সম্ভবত আমাদের পাহাড়িদের থেকে এখন পর্যন্ত কেউ নেই।