মোঃ জাহিদুল হাসান, জবি
শিক্ষার্থীদের ভোগান্তি লাগব করতে ডাবল ট্রিপে যুক্ত হচ্ছে নতুন আরেকটি একতলা বাস। দুইটা বাসই দুপুর ১ঃ৩০ মিনিটে জবি ক্যাম্পাস হতে ছেড়ে যাবে।
গত ২৯ মে একটি দ্বিতল বাস দিয়ে ডাবল ট্রিপ চালু করার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন আরেকটি একতলা বাস সংযুক্ত করেছেন ডবল ট্রিপে।
সোমবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. সিদ্ধার্থ ভৌমিক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামী বুধবার (২ নভেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন সংযোজিত একতলা বিশিষ্ট নিজস্ব এ বাসটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছেড়ে গুলিস্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর, ঢাবির টিএসসি, শাহবাগ মোড়,ও জবি ক্যাম্পাস রুটে চলাচল করবে।
এদিকে দ্বিতল বাসটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে দয়াগঞ্জ,মতিঝিল, কমলাপুর, টিটিপাড়া, খিলগাঁও রেলগেট, মালিবাগ রেলগেট, মৌচাক, কাকরাইল ও গুলিস্তান হয়ে জবিতে আসবে।
শিক্ষার্থীদের যানজটসহ নানা ভোগান্তি দূর করতে এসব রুটে অনেকদিন ধরেই বাস চলাচলের পরিকল্পনা ছিল,এবার সেই পরিকল্পনার কিছুটা অংশ বাস্তবায়ন হলো। এখন দুপুরের শিফটে দুইটা বাস সংযুক্ত হয়েছে।আস্তে আস্তে পরিকল্পনা অনুযায়ী বাড়ানো হবে।