মোঃ জাহিদুল হাসান,জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২১-২২ সেশনে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য নাট্যকলা বিভাগের প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ৪৯ জনের প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য http://admission.jnu.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
এর পূর্বে গত ১০ নভেম্বর নাট্যকলা বিভাগে ভর্তির জন্য আবেদনকৃত ৩২০ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়। পরবর্তীতে গত ১৩ ও ১৪ নভেম্বর দুই ধাপে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে আসন সংখ্যা ৪০টি।