মোঃ জাহিদুল হাসান,জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ( জবি ) আবৃত্তি সংসদের ২০২২-২০২৩ সালের কার্যনির্বাহী পর্ষদের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ এহসানুল হক রকি এবং সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন মোঃ রিয়াজুল ইসলাম।
১৬ নভেম্বর (বুধবার ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ২০২২-২০২৩ সাল পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবেন।এছাড়া এই সংগঠনের সহসভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন, সাদিকা নিসা ও সাজিয়া ইফফাত। যুগ্মসাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন, আব্দুল্লাহ আলম নুর ও মঈন আল মুবাশ্বির।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসাবে বেনজির আহমেদ, অর্থ সম্পাদক হিসেবে রিদুয়ান ইসলাম, কর্মশালা সম্পাদক হিসাবে শিউলী আক্তার, দপ্তর সম্পাদক আতিক মেজবাহ লগ্ন, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, এবং অনুষ্ঠান সম্পাদক অনামিকা গাইন।