ইবি প্রতিনিধি:
বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেকের সুস্থতা কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ইবি বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে
শুক্রবার (০২ ডিসেম্বর) শুক্রবার বাদ জুম্মা ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ইবি বঙ্গবন্ধু পরিষদ সভাপতি (ভারপ্রাপ্ত) ও প্রক্টর অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন ইবি কেন্দ্রীয় মসজিদের খতিব ড. আ.স.ম. শোয়াইব আহমাদ। এসময় ড. মালেকের সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করা হয়।