মোঃ জাহিদুল হাসান,জবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফি আদায়-গ্রহণ সংক্রান্ত যেকোনো কার্যাদি সহজ এবং দ্রুত সম্পন্ন করতে Dutch Bangla bank Limited (DBBL) ও Trust Axiata Digital Limited -এর সাথে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে জবি প্রশাসন।
রবিবার (৬ নভেম্বর) রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফি আদায় ও গ্রহনের ক্ষেত্রে DBBL এবংTrust Axiata Digital Limited এর সেবা গ্রহণের জন্য উভয় প্রতিষ্ঠানের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সে প্রক্ষিতে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর Rocket/Nexuspay,Agent Banking, Nexus Gateway ও সংশ্লিষ্ট শাখা এবং tap (Trust Axiata pay) এর মাধ্যমেও টিউশনসহ অন্যান্য ফি গ্রহণ-আদায় সংক্রান্ত যাবতীয় কার্যাদি অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন।