সৈয়ব আহমেদ সিয়াম, চবি প্রতিনিধি
যুক্তি মানবসমাজকে মুক্তির পথ দেখায়। এই মুক্তির নেশায় দলবদ্ধ হয়েছে নওগাঁর একঝাঁক তরুণ। প্রতিষ্ঠা করেছে বিতর্ক সংগঠন “ডিবেট ক্লাব অব নওগাঁ”। তারা কাজ করছে তরুণ প্রজন্মকে যুক্তিবাদী, অধিকার সচেতন, পরমতসহিষ্ণু, ন্যায়বিচারের আদর্শ ধারণকারী, অধিকতর যোগ্য প্রজন্ম হিসেবে গড়ে তুলতে।
শুক্রবার (৩০ ডিসেম্বর, ২০২২) নওগাঁর কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ডিবেট ক্লাব অব নওগাঁ তাদের নতুন কমিটি ঘোষণা করে। নওগাঁ প্রেস ক্লাবে দুপুর ২ টা থেকে ৪ টা পর্যন্ত সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। নতুন কমিটিতে সভাপতি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থী রাশীদ আনজুম তন্ময় এবং সাধারণ সম্পাদক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা বৃষ্টি। সহ সভাপতি জান্নাতুল ফেরদৌস রাকা, যুগ্ম সাধারণ সম্পাদক তাইয়েব তানজীম, সহ সাধারণ সম্পাদক মার্জিয়া বিনতে আব্দুল বারী এবং এসএইচ তাসনিম। সাংগঠনিক সম্পাদক মোঃ শোয়াইব রহমান, কোষাধ্যক্ষ মোঃ আরমান হোসেন এবং দপ্তর সম্পাদক মোঃ তারিক হাসান।
ডিবেট ক্লাব অব নওগাঁ (ডিসিএন) ২০১৬ সাল থেকে নওগাঁর শিক্ষার্থীদের যুক্তিবাদী মানসিকতার বিকাশে কাজ করে আসছে। সংগঠনটি এখন পর্যন্ত একাধিক ন্যাশনাল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। ডিসিএনের নব নির্বাচিত সাধারণ সম্পাদক ফাহমিদা বৃষ্টি নবপ্রভাতকে বলেন, “ডিসিএনের প্রতিষ্ঠালগ্ন থেকে সাথে আছি, সংগঠনটির বেড়ে ওঠা আর এতদূর আসা প্রত্যক্ষভাবে দেখেছি। ক্লাবকে এগিয়ে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি সবসময় এবং দায়িত্বশীলতার জায়গাটি সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর আরো বেড়ে গেলো। ডিসিএন বরাবরই একটি আবেগের জায়গা আমার কাছে। এই সংগঠনকে এগিয়ে নিতে এবং ভালো মানের বিতার্কিক তৈরির জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে আমার জায়গা থেকে।”