ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চতুর্থবারের মতো হাল্ট প্রাইজ বিজনেস কম্পিটিশন আয়োজন করছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রেজিস্ট্রেশন পর্ব বলে জানিয়েছে হাল্ট কমিটি ।
গত (২৯শে অক্টোবর) ড্যাফোডিল ক্যাম্পাসের ভেতরে হাল্ট প্রাইজ আয়োজক কমিটির সকল সদস্যের একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সকলের মতামত সাপেক্ষে ৩০ অক্টোবর রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়।
২০২০ সালের তথ্য অনুযায়ী, ড্যাফোডিল ইউনিভার্সিটি প্রতিযোগিদের টিম রেজিস্ট্রেশনের দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় স্থানে ছিল।
আয়োজক কমিটির ক্যাম্পাস ডিরেক্টর জেরিন তাসনিম লিশা বলেন, আমরা আগের মতোই আমাদের অবস্থান ধরে রাখার চেষ্টা করব।
কমিটির উপদেষ্টা বারিয়ান বাঁধন বলেন, “যদিও এবার আমাদের হল্ট প্রাইজের আয়োজন করা সহজ হবে কারণ ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাসে এখন আমাদের পুরো ছাত্র সংগঠন রয়েছে। কিন্তু আমরা কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হব এবং আমরা সে গুলো কাটিয়ে উঠব।
হল্ট প্রাইজের আয়োজন নিয়ে আয়োজক কমিটির উপদেষ্টা শাইফুল বাশার ছাব্বির বলেন,”এবারের হাল্ট প্রাইজ অরগানাইজিং কমিটি বিগত অন্যান্য কমিটির তুলনায় আরো বেশি সন্তোষজনক। তাই এবারও ড্যাফোডিলের হাল্ট প্রাইজ তার অবস্থানকে আরো সুন্দরভাবে বিশ্বের মধ্যে তুলে ধরতে পারবে বলে আশা করছি”।
কমিটির মিডিয়া ডিপার্টমেন্ট হেড ফখরুল আবেদীন তানভীর আমাদের আমাদের পত্রিকাকে জানান, “শিক্ষার্থীদের জন্য এটি হলো নোবেল পুরষ্কারের মতো।তাই তাদের এই বিসনেস পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করার জন্যও আমাদের উৎসাহ প্রদান করা জরুরী এবং এরই লক্ষ্যে নিউজ মিডিয়া একটি বড় ভূমিকা পালন করতে পারে পরিকল্পনাগুলো পৌছে দিয়ে।”
ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাসের গ্রিন ক্যাম্পাসে জমজমাট ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে চলছে তাদের রেজিস্ট্রেশন পর্ব।
উল্লেখ্য, এই বছরের হাল্ট প্রাইজ মিশন হল ২০২৪ সালের মধ্যে ২০০০ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।
অংশগ্রহণকারীদের কষ্ট লাঘব করার জন্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর সকল প্রতিযোগীদের গাইড করার জন্য এবং তাদের একটি কার্যকর ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করতে সাহায্য করার জন্য পরপর ৩ টি সেশনের আয়োজন করা হবে বলে জানিয়েছে আয়োজকেরা ।