রাবিতা খন্দকার,ড্যাফোডিল প্রতিনিধি
শিক্ষা জাতির মেরুদণ্ড-তাই বলে কি শুধু বইয়ের শিক্ষাই একটি জাতিকে শিক্ষিত করে তুলতে পারে?
ঘোড়দৌড় এর এই সময়ে এসে শিক্ষার্থীরা যেখানে কোচিং প্রাইভেট এর ধরাবাঁধা সিলেবাসের মধ্যে সীমাবদ্ধ সেখানে শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি সহশিক্ষার গুরুত্বকে প্রাধান্য দিয়ে তৃতীয়বারের ন্যায় পালিত হতে যাচ্ছে ড্যাফোডিল ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম মিডিয়া এবং কমিউনিকেশন বিভাগ কর্তৃক আয়োজিত মিডিয়াবাজ,ফল২০২২।
মিডিয়াবাজ এমন একটি প্রোগ্রাম যেখানে যুগোপযোগী মিডিয়া এবং যোগাযোগ এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং ওয়ার্কশপ এর আয়োজন করা হয়।
এই আয়োজনে ওয়ার্কশপ এর পাশাপাশি প্রতিযোগিতাও আছে।
প্রতিবার অনন্য থিমের ওপর এই প্রোগামটি হয়ে আসছে। যেমন গতবারের থিম ছিল আইডিয়া জেনারেট আর এবারের থিম মোবাইল জার্নালিজম।
এই ভিন্ন ধরণের সহশিক্ষা কার্যক্রমে বাইরে থেকে অভিজ্ঞ জাজ কর্তৃক ওয়ার্কশপ নেয়া হয়।
এবারের একদিন ব্যাপী এ আয়োজন পালিত হতে যাচ্ছে আগামী ৭ই সেপ্টেম্বর রোজ বুধবার।
এই প্রোগ্রামের আহ্বায়ক প্রফেসর ড.গোলাম রাহমান, সাবেক প্রধান তথ্য কমিশনার,পিপলস রিপাবলিক অব বাংলাদেশ।
প্রধান অতিথি ড.লুৎফর রহমান, ভাইস চ্যান্সেলর,ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
বিশেষ অতিথি হিসেবে থাকছেন এ এম এম হাবিবুর রহমান, ডিন,এফ এইচ এইচ,ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। অভিজ্ঞ জাজ হিসেবে থাকছেন ড. আব্দুল কাবিল খান,অ্যাসিসটেন্ট প্রফেসর ইউল্যাব এবং গ্লোবাল মোজো ট্রেইনার। –
শেখ রোকন, ফাউনডার এন্ড জেনারেল সেক্রেটারি, রিভারাইন পিপল,রাকা নোশিন নাওয়ার,ডিরেক্টর স্টুডিও সামথিং এল টি ডি।
আরও থাকছেন মুস্তাফিজ মামুন,হেড অফ নিউজ ফটোগ্রাফি (বিডি-নিউজ ২৪) সাবিনা ইয়াসমিন ফটোজার্নালিস্ট,প্রথম আলো।
প্যানেল ডিসকাসনে থাকছেন,সাব্বির আহমেদ, টিম হেড(বাংলাদেশ টাইম), সুদীপ্ত সালাম,সিনিয়র জার্নালিস্ট দৈনিক বাংলা।