ড্যাফোডিলের সাংবাদিকতা বিভাগের ইফতারের মাধ্যমে সাবেক-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ই ফেব্রুয়ারি ২০২৩) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া এবং যোগাযোগ বিভাগের কমিউনিকেশন ক্লাবের এক ইফতার মাহফিল আয়োজনের মাধ্যমে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটিতে বিভাগটির প্রথম ব্যাচ থেকে শুরু করে সর্বশেষ ৪৮ ব্যাচ পর্যন্ত প্রায় দুই’শ শিক্ষার্থী উপস্থিত ছিল এবং ইফতার পরবর্তীতে সেখানে তাদের মিলনমেলার মতো অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটিতে উপস্থিত হয়ে বর্তমান ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সাবেক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রধান শেখ শফিউল ইসলাম বলেন, “ এরকম অনুষ্ঠান অবশ্যই দরকার। একজন সিনিয়রের সফলতা দেখলে আরেকজন জুনিয়র অবশ্যই অনুপ্রেরণা পাবে। ক্লাবটির প্রসার কামনা করছি এবং এরকম অনুষ্ঠান চলমান থাকুক।
” তাছাড়াও নর্থ সাইথ ইউনিভার্সিটির শিক্ষক তৌফিক-ই-ইলাহি বলেন,“ একসময় খুব কম শিক্ষার্থী ছিল কিন্তু দিনকেদিন এর শিক্ষর্থীর সংখ্যা বাড়ছে এবং কাজের দিক থেকেও দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করছে।একদিন হয়তো তোমাদেও মধ্যে থেকেই দেশের সুপারহিট ছবি বানাবে।” অনুষ্ঠানটিতে উপস্থিত হয়ে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমান বেভাগটির প্রধান আফতাব হোসেন বলেন, “আমার মাধ্যমে ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে আমার ডিপার্টমেন্টের পাশাপাশি ক্লাবটিও সমৃদ্ধ। ইনশাআল্লাহ আমরা এবছরের জুনের শেষ শুক্রবার ক্লাবটির রিইউনিয়ন করবো।” এছাড়াও অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন বিভাগটির সহযোগী অধ্যাপক ড. আব্দুল কাবিল খান, মিডিয়া ল্যাবের উপ-পরিচালক শেখ মোহাম্মদ আব্দুর রাজ্জাকসহ প্রমুখ শিক্ষকবৃন্দ।