“আত্মার স্পর্শে ভরপুর, আমি আর আমার দৌলতপুর”
ঢাকাস্থ দৌলতপুর ছাত্রকল্যাণ সংস্থা, কুষ্টিয়া — এমন প্রত্যয় নিয়ে ঢাকাস্হ দৌলতপুর ছাত্রকল্যাণ সংস্হা এর আগামী ১ বছরের জন্য একটি আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
হাসান মাহমুদ কে সভাপতি ও মো:আশিকুর রহমান আশিক কে সাধারন সম্পাদক করে “ ঢাকাস্হ দৌলতপুর ছাত্রকল্যাণ সংস্হা” এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন সংস্হার উপদেষ্টা মণ্ডলীগণ। সংগঠনটি ঢাকার মধ্য বহু দিন ধরে অনেক বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। দৌলতপুর উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধান থেকে শুরু করে, তাদের নানান সাহায্য করে আসছে সংগঠনটি।
সভাপতি ও সাধারন সম্পাদক জানান, দৌলতপুর উপজেলা ছাত্র কল্যান সংস্হা গঠনের মূল উদ্দেশ্য দৌলতপুর উপজেলা হতে আগতো ঢাকা শহরে সকল শিক্ষার্থীদের মাঝে একটা ভালো সম্পর্ক গড়ে তোলা এবং দৌলতপুর উপজেলা হতে আগতো যেকোন শিক্ষার্থীর যে কোন সমস্যায় পাশে থাকা, তাদের সহযোগিতা করা এটাই আমাদের মূল লক্ষ্য। কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আপনাদের সকলের কাছে আমরা দোয়া প্রার্থী, সঠিকভাবে যেন এ দায়িত্ব পালন করতে পারি এবং ছাত্রদের কল্যাণে সব সময় পাশে থাকতে পারি।