দ্বিতীয় বারের মতো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ফটোওয়াকের আয়োজন করা হয় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
বৃহস্পতিবার ( ৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান ও টেলিভিশন ফিল্ম এবং ফটোগ্রাফি অনুষদ পরিদর্শনের মাধ্যমে কার্যক্রমটি শুরু হয়।
এ আয়োজনে তরুণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের চেয়ারপার্সন ইমরান হোসাইন, এবং তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,”বর্তমানে ফটোগ্রাফি শেখার আগ্রহ দিনকে দিন বেড়েই চলেছে। যার ফল স্বরুপ দেশ ও দেশের বাইরে এ বিষয়ে স্নাতক ডিগ্রি নেয়ার ও সুযোগ তৈরী হচ্ছে ।”
তিনি শিক্ষার্থীদের উক্ত অনুষদ এর সুযোগসুবিধা সম্পর্কে ব্যক্ত করেন এবং পুরো বিভাগটি ঘুরিয়ে দেখান।
অবশেষে তাদের অত্যাধুনিক প্রযুক্তি ও তাদের নতুন পরিকল্পনা ও ব্যক্ত করেন শির্ক্ষাথীদের মাঝে।
তাছাড়া ফটোওয়াক নিয়ে বিভাগের শিক্ষক ড. ইমশিয়াত শরীফ বলেন, শিক্ষা একটি বিস্তৃত বিষয়।এটি শুধু পাঠ্যবই এই নয়, ভালো একটি স্থান পরিদর্শনের মাধ্যমেও আমরা শিক্ষা অর্জন করতে পারি। ভ্রমণের মাধ্যমে যে মানুষের জ্ঞানের পরিধি বাড়ে তা নিয়ে তিনি শিক্ষার্থীদের মাঝে বিস্তর আলোচনা করেন।
পরে তিনি শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন অনুষদ পরিদর্শন করে দেখান এবং ফটোগ্রাফির বিভিন্ন ব্যবহারিক বিষয় ভিত্তিক আলোচনা করেন।
পরিদর্শন কালে সহশিক্ষা কার্যক্রম নিয়ে সাবেক প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি ড. মুমিত আল-রশিদ শির্ক্ষাথীদের উদ্দেশ্য করে বলেন, সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে একজন শিক্ষার্থীর সামাজিক জড়তা দূর হয়। নতুন পরিবেশে মানিয়ে নেওয়া, স্পষ্ট ভাষায় কথা বলা সহ যেকোনো বিষয়ে নিজের অবস্থান প্রকাশ করতে শেখে শিক্ষার্থীরা। এখনকার সময়ে দক্ষতা ভীষণ জরুরি একটি বিষয় আর বিশ্ববিদ্যালয় জীবনে এসব শেখার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম।
উক্ত ফটোওয়াকের প্রাপ্তি নিয়ে একজন শিক্ষার্থী মোঃ ইমন আল রশিদ উৎস এর কাছে জানতে চাইলে তিনি বলেন,”এই ফটোওয়াক আমাদের সময়ানুবর্তিতা শিখিয়েছে, শিখিয়েছে কিভাবে দলগতভাবে কাজ করতে হয়।তাছাড়াও আমাদের চিন্তা শক্তি বৃদ্ধিতে স্যারের এই দূরদর্শী পরিকল্পনা আমাদের ভবিষ্যতের জন্য কল্যাণ বয়ে আনবে।