ঢাবি প্রতিনিধি
ব্যাচ ট্যুরের কমিটিতে ছাত্রলীগ কর্মীদের নাম না দেওয়ায় ট্যুর আটকে রাখার অভিযোগে উঠে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: শফিকুল আলম চৌধুরীর বিরুদ্ধে। ঢাকা মেডিকেল কলেজের ৫ম বর্ষের ট্যুর আটকে রাখার প্রতিবাদে অধ্যক্ষকে তার রুমে ২ ঘন্টা অবরুদ্ধ করে রাখলে তাদের(সাধারণ শিক্ষার্থী) দাবি মেনে নেয় অধ্যক্ষ।
মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবরুদ্ধ করেন। এমন সময় তারা অভিযোগ করেন, ‘ছাত্রলীগের কর্মীদের ট্যুর কমিটিতে না রাখায় ট্যুর আয়োজনের অনুমতি দিচ্ছেন না অধ্যক্ষ।’
সেখানে অবস্থানরত শিক্ষার্থীদের অধিকাংশই কে-৭৫ ব্যাচ এর শিক্ষার্থী। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রে জানা যায়,
❝এর আগেও বিভিন্ন আয়োজনে তিন ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে আর্থিক অনিয়মের অভিযোগ আছে। তারা এবার ও চেষ্টা করছেন ট্যুরের উপকমিটিতে থাকতে। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগ কর্মীদেরকে পুনরায় ট্যুর কমিটিতে দেখতে চায় না।ছাত্রলীগের ওই কর্মীদেরকে এই কমিটিতে না রেখে ট্যুরে যেতে চাইলে অধ্যক্ষ বারবার ট্যুরের নির্ধারিত দিন পিছিয়ে দেন। তাই তারা অধ্যক্ষকে অবরুদ্ধ করেছেন।❞
এ ব্যাপারে মুঠোফোনের মাধ্যমে অধ্যক্ষের সাথে যোগাযোগ করতে গেলে তিনি বলেন, ” অবরুদ্ধ করে রাখার কোন ঘটনা এখানে ঘটে নি”।
এ কথা বলেই ফোন কেটে দেয়। এবং পরবর্তী সময়ে একাধিকবার তাকে কল দিলেও তিনি কল রিসিভ করেন নি।