ঢাবি প্রতিনিধি
হাজারো শিক্ষার্থীর উপস্থিতিতে ঢাবিতে অনুষ্ঠিত হলো ‘তিতাস ‘ এর জাঁকজমকপূর্ণ নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
গতকাল ( ১৬ সেপ্টেম্বর)শুক্রবার ঢাবির টিএসসি তে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদ ‘তিতাস’ ব্রাহ্মণবাড়িয়ার নবীন শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করে।
সংগঠনটির সভাপতি সাকিব আল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইরফান খান সোহেল এর পরিচালনায় বর্ণাঢ্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিনেট সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, এম.পি (ব্রাহ্মণবাড়িয়া-৩), প্রধান আলোচক ছিলেন অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, সদস্য, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বি এম ফরহাদ হোসেন সংগ্রাম, এম.পি, আলহাজ্ব মঈনুদ্দিন মঈন,গোলাম মোস্তফা কামাল, মো মশিউর রহমান। বক্তারা তাদের বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার ইতিহাস ঐতিহ্য ও সাংস্কৃতিক অবস্থানের ব্যাপারে আলোচনা করেন। আলোচনা পর্বের পরে নাচ, গান, রম্য বিতর্ক, কবিতা আবৃত্তির মাধ্যমে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়।