ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতির-২০২৩ কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাগোনিউজ২৪.কমের ঢাবি প্রতিনিধি আল সাদি ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ঢাবি প্রতিনিধি মহিউদ্দিন মুজাহিদ মাহি।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সাংবাদিক সমিতির কার্যালয়ে সমিতির প্রধান নির্বাচন কমিশনার বোরহানুল হক সম্রাট, নির্বাচন কমিশনার মাহবুব রনি ও সাদ্দাম হোসাইন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। আল সাদি ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ ও মাস্টার দ্য সূর্যসেন হলের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং মহিউদ্দিন মুজাহিদ মাহি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ও হাজী মুহাম্মদ মহসিন হলের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী।
এ ছাড়া সহ-সভাপতি বিডিনিউজ২৪.কমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাসেল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাসিমুল হুদা, দপ্তর সম্পাদক ভোরের ডাকের জাফর আলী, অর্থ-সম্পাদক রেডিওটুডের ইমদাদুল আজাদ নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হয়েছেন আজকের পত্রিকার প্রতিনিধি ছিদ্দিক ফারুক, দৈনিক সংবাদের খালেদ মাহমুদ ও নয়া দিগন্তের হাসান আলী।