সৈয়ব আহমেদ সিয়াম, চবি প্রতিনিধি
১০৩ বছর আগে এইদিনে পৃথিবীতে আগমন করেন বাঙালির মুক্তি সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর জীবন ও কর্ম জানতে সহায়ক হবে তাঁরই লেখা “অসমাপ্ত আত্মজীবনী”।
শুক্রবার (১৭ মার্চ, ২০২৩) ডিবেট ক্লাব অব নওগাঁ (ডিসিএন) বিকাল তিনটায় নওগাঁ প্রেস ক্লাবে স্কুল শিক্ষার্থীদের নিয়ে জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজন করে “অসমাপ্ত আত্মজীবনী” নিয়ে পাঠচক্র।
পাঠচক্রটি পরিচালনা করেন, ডিসিএনের প্রচার ও প্রকাশনা সম্পাদক নাশিয়া জাহিন তন্বী। উপস্থিত ছিলেন ডিসিএনের প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক আতকিয়া আনজুম, গণমাধ্যম সম্পাদক সৈয়ব আহমেদ সিয়াম। এছাড়া সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন যারিন তাসনিম, তাসনিয়া তাবসসুম, উশরাত আফিয়া আদ্রিকা, মোহনা জান্নাত তানিসা, নাহিয়ান ইশাত স্নেহা, সাদিক বিন আরিফ, মোঃ সাদমান হোসাইন, মোঃ তাসলিমুল হাসান লেমন ও আহনাফ আলভী। সাথে শিক্ষার্থীদের অভিভাবকগণও উপস্থিত ছিলেন।