- সৈয়ব আহমেদ সিয়াম, চবি প্রতিনিধি
ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের আলেম সমাজ। কওমী উদ্যোক্তার ব্যানারে হচ্ছে সংগঠিত। তরুণ আলেমগণ মনোনিবেশ করছেন ব্যবসায়।
শুক্রবার (৩ মার্চ, ২০২৩) বাদ জুমআ নওগাঁ সদরের পিরোজপুর বাজারে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয় সততা অয়েল মিল & সাদিকা ট্রেডার্সের অফিস। খাঁটি সরিষার তেল উৎপাদন ও সারাদেশে সুলভ মূল্যে বিপণনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে সততা শপ।
মাওলানা সালমান ফারসী মাদ্রাসার পড়াশোনা শেষ করে অনলাইনে শুরু করেন সরিষা তেলের ব্যবসা। দিনে দিনে ছড়িয়ে পড়ে তার ব্যবসার পরিধি। যুক্ত হোন আলেমদের অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম “কওমী উদ্যোক্তা”তে। তারই ধারাবাহিকতায় অয়েল মিলের নিজস্ব অফিস উদ্বোধন করা হলো আজ। জুমআর পূর্বে দোয়ার মাধ্যমে উদ্বোধন ঘোষণা করা হয়। জুমআর পরে আমন্ত্রিত অতিথিদের হাতে গিফট হিসেবে তুলে দেওয়া হয় এক বোতল করে সততা খাঁটি সরিষার তেল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় চন্ডিপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম রুবেল। উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মাস্টার মুহাম্মদ আশরাফুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান, সৈয়ব আহমেদ সিয়াম সহ স্থানীয় প্রভাবশালী আলেম ও ব্যবসায়ীগণ।
সততা অয়েল মিলের সত্ত্বাধিকারী মাওলানা সালমান ফারসী জানান, “সততা অয়েল মিল সম্পূর্ণ খাঁটি সরিষার তেল সরবরাহ করে। দামও রাখে অনেক কম। আশা রাখি আমাদের ব্যবসার ক্রমবর্ধমান উন্নতি জারি থাকবে, ইনশাআল্লাহ।”