সৈয়ব আহমেদ সিয়াম, চবি প্রতিনিধি
শিক্ষা মানুষকে মুক্তির পথ দেখায়। শিক্ষা শেখায় যুক্তির চোখে পৃথিবীকে দেখা। বিতর্ক ক্লাব গুলো কাজ করে এই যুক্তি ও যুক্তিবাদী গঠনমূলক মনন গঠনে। ডিবেট ক্লাব অব নওগাঁ (ডিসিএন)
শুক্রবার (৩ ফেব্রুয়ারি, ২০২৩) সকাল সাড়ে আটটায় নওগাঁ জিলা স্কুলে শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের ১৮ টা বিতর্ক টিম নিয়ে চ্যাম্পিশনশিপ গ্রুপ পর্ব উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ডিবেট ক্লাব অব নওগাঁ (ডিসিএন) এর যুগ্ম সাধারণ সম্পাদক তানজীম বিন বারী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসিএনের সাবেক সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক মাঈন আল মুবাশ্বির। প্রতিযোগিতায় ১৬ টি স্কুল টিম ও ২ টি কলেজ কলেজ টিমের ৫৪ জন বিতার্কিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আজকের বিতার্কিক ছাড়াও ডিসিএনের অন্য সদস্যবৃন্দ ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। প্রধান অতিথি মাঈন আল মুবাশ্বির বলেন, “কেউ বিতর্ক করে খেলা হিসেবে। আবার কেউ বিতর্ককেই গ্রহণ করে আদর্শ হিসেবে। আমি আশা রাখি ডিসিএনের বিতার্কিকগণ গড়ে উঠবে আদর্শ মানুষ হিসেবে।”