সৈয়ব আহমেদ সিয়াম, চবি প্রতিনিধি
শিক্ষা ও সংস্কৃতির বিস্তারে অবিরাম কাজ করে যাচ্ছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। মফস্বল শহর নওগাঁর এমনই সংগঠন ডিবেটি ক্লাব অব নওগাঁ (ডিসিএন)।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি, ২০২৩) বিকাল তিনটায় নওগাঁ প্রেস ক্লাবে ডিসিএনের সাপ্তাহিক পাঠচক্র উদ্বোধন করা হয়। পাঠচক্র উদ্বোধন করেন নওগাঁ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রধান অতিথি মোঃ আমানুজ্জামান সিউল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিসিএনের সভাপতি মোঃ রাশীদ আঞ্জুম তন্ময়। অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বই দুইটির মধ্য দিয়ে পাঠচক্র উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, এই পাঠচক্রটি প্রতি সপ্তাহে চলমান থাকবে। যার মধ্য দিয়ে নওগাঁর শিক্ষার্থীরা নিজেদের মুক্ত জ্ঞান অর্জনের পথ সুগম করতে পারবে।