সৈয়ব আহমেদ সিয়াম, চবি প্রতিনিধি
নিঃস্বার্থ ভাবে সৃষ্টির সেবা, তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কাজ থেকে ফেরানো এবং রক্তদানকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে আমরা কাজ করে যাচ্ছে কিছু তরুণ। তৈরি করেছে ‘নওগাঁ ব্লাড সার্কেল’ নামে একটি সংগঠন।
সোমবার (৩০ জানুয়ারি, ২০২৩) সকাল ৯টায় নওগাঁ সদর উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের ইলশাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে নওগাঁ ব্লাড সার্কেলের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও রক্তের গ্রুপ পরীক্ষার ব্যবস্থা করা হয়। পাশাপাশি রক্তদানে সচেতনতা সৃষ্টিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁ ব্লাড সার্কেলের পক্ষ থেকে বিনামূল্যে রোগী দেখেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক মেডিকেল অফিসার ডাক্তার মুহাম্মাদ বিন আলম মুন্না। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চণ্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ খুরশিদ আলম রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলশাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আবুল কাশেম সোনার এবং নওগাঁ ব্লাড সার্কেলের উপদেষ্টা জনাব মোঃ সালমান ফারসী।