সৈয়ব আহমেদ সিয়াম, চবি প্রতিনিধি
মানুষ মানুষের জন্য। মানুষের বিপদে, মানবসমাজের প্রয়োজনে এগিয়ে আসার তাড়নায় সংঘবদ্ধ হয় অনেকেই। নওগাঁ ব্লাড সার্কেল তরুণদের এমনই একটি সামাজিক সংগঠন।
শনিবার (১১ ফেব্রুয়ারি, ২০২৩) সকাল ১০ টায় নওগাঁ সরকারি কলেজ প্রাঙ্গণে নওগাঁ ব্লাড সার্কেলের চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি নির্বাচিত হোন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মোঃ শাহনেওয়াজ রক্সি এবং সাধারণ সম্পাদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়ব আহমেদ সিয়াম। সভাপতি নির্বাচিত হওয়ার পর শাহনেওয়াজ রক্সি তাৎক্ষণিক ভাবে অসহায়দের জন্য ১৫ পিস শীতবস্ত্র বিতরণের জন্য ক্রয় করে দেন।
উল্লেখ্য, গত জানুয়ারি মাসে সংগঠনটি ৫০ জন শীতার্তকে শীতবস্ত্র প্রদান করেছে। ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সহ সভাপতি মোঃ সাব্বির আহমেদ ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল সরদার, সাংগঠনিক সম্পাদক দ্বীপ কুমার সাহা, সহ সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব মোহন, প্রচার সম্পাদক আজকের পত্রিকার সাস্ট প্রতিনিধি তানভীর হাসান, অর্থ সম্পাদক মোঃ নাহিদ হাসান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ আশিকুর রহমান, রোগীকল্যাণ সম্পাদক বিইউএফটির শিক্ষার্থী রাহাতুল ইসলাম রাহী, শিক্ষা সম্পাদক বুয়েটের শিক্ষার্থী এসএম মাহফুজ, আইটি সম্পাদক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ বাপ্পী হোসেন, সমাজসেবা সম্পাদক বিইউএফটির শিক্ষার্থী মোঃ সাদ হুসাইন এবং কার্যনিবাহী সদস্য খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী মোঃ রাইয়ান রাব্বি।
নওগাঁ ব্লাড সার্কেল ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে এপর্যন্ত প্রায় ৪০০০ ব্যাগ রক্তের চাহিদা পূরণ করেছে। এছাড়াও ফ্রি অক্সিজেন সেবা, মেডিকেল ক্যাম্প, ক্যারিয়ার ক্যাউন্সেলিং, পথশিশুদের শিক্ষার উদ্যোগ গ্রহণ, থ্যালাসেমিয়া শিশুদের সাহায্য, বন্যার্তদের ত্রাণ সাহায্য সহ তরুণদের ইতিবাচক বিকাশে কাজ করে আসছে।