ইমন আল রশিদ উৎস
শনিবার (৭ অক্টোবর) ইন্ডিপেন্ডেট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) অডিটোরিয়ামে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে ৩৬ ঘন্টাব্যাপী হ্যাকাথন প্রতিযোগিতার।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) যৌথভাবে প্রতিবছরের ন্যায় এই বছর ও শিক্ষার্থীদের জন্য দুইদিনব্যাপী ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৩’ প্রতিযোগিতার আয়োজন করে। ৩৬ ঘণ্টার এ হ্যাকাথন প্রতিযোগিতায় ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও কুমিল্লা অঞ্চলের প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
প্রতিটি বিভাগ থেকে তিনজন করে মোট ২৭ জন বিজয়ী হয়।এর মধ্যে সিলেট অঞ্চল থেকে বিজয়ী হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং গ্রীন ইউনিভার্সিটির যৌথ দল ‘টিম ইকলিপসিয়া’।
এই দলের ৪ সদস্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের এবং ১ সদস্য গ্রীন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি, বিশেষ অতিথি ছিলেন আইইউবি’র উপাচার্য প্রফেসর তানভীর হাসান এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি কর্মকর্তা জেমস গার্ডিনার। প্রধান অতিথির বক্তব্যে দিপু মনি বলেন,” নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ একটি অসাধারণ প্ল্যাটফর্ম, যা আমাদের তরুণদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি শেখার আগ্রহ তৈরি করে। বেসিস টানা ৯ম বারের মতো এই প্রতিযোগিতা আয়োজন করায় তাদের ধন্যবাদ।” দিপু মনির হাত থেকে পুরস্কার গ্রহন করে টিম ইকলিপসিয়ার লিডার বলেন, “আমরা দুই হাজার প্রতিযোগিকে হারিয়ে জয় লাভ করেছি।
আমাদের এই যাত্রা এই খানেই সীমাবদ্দ থাকবে না। ইনশাআল্লাহ এই যাত্রা দেশের গন্ডি পেরিয়ে, ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাব।
” টিম ইকলিপসিয়ার সদস্যরা হলেন, উৎস চন্দ্র সূত্রধর, রিজওয়ান উদ্দিন সরকার, আল মাসরুফ মিয়া, জাকির হোসাইন মুনির, সাবরিনা বিনতে আলম।