ঢাবি প্রতিনিধি
বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যে পদ বাণিজ্যের অভিযোগ উঠেছে সেগুলো মিথ্যা ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
সোমবার ( ২১ নভেম্বর) ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয় এ কথা বলেন ।
জয় বলেন , ” পদ বাণিজ্যের যে অভিযোগগুলো উঠেছে সে গুলো মিথ্যা , বানোয়াট এবং ভিত্তিহীন। বর্তমান কমিটি শতভাগ ন্যায় ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে । একটি ইউনিটে ৪-৫ টি গ্রুপ থাকে , এরমধ্যে যারা পদ পান না তারা এই ধরনের অভিযোগ তুলছেন । কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের কাজ করে যাওয়া বাংলাদেশ ছাত্রলীগে পদ বাণিজ্যের কোন সুযোগ নেই ।
বিভিন্ন শাখার কমিটি দিতে না পারার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ছাত্রলীগের সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন , ” করোনাকালীন দুই বছর রাষ্ট্রীয় বিধি নিষেধ থাকায় ছাত্রলীগ কোন সভা, সম্মেলন করতে পারেনি । করোনাকালীন সময়ে ছাত্রলীগ মানবিক কাজে নজর দিয়েছে । বিধি -নিষেধ উঠে যাওয়ার পর ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম পূনরায় দ্রুত গতিতে সম্পন্ন হচ্ছে । অল্প সময়ের মধ্যেই বাকি থাকা কমিটিগুলো দিয়ে দেওয়া হবে জানিয়েছেন লেখক ।
এছাড়া লেখক ভট্টাচার্য বলেন , ” বর্তমান কেন্দ্রীয় কমিটি দায়িত্ব নেওয়ার পর ছাত্রলীগের ১২০ ইউনিটের মধ্যে ১১৮ টিরই মেয়াদ উত্তীর্ণ এবং কিছু কিছু জায়গায় পূর্ণাঙ্গ কমিটি ছিলো না । বর্তমান কমিটি প্রয়োজনে কমিটির মেয়াদ বাড়িয়েছে অথবা নতুন কমিটি দিয়েছে ।
সাংগঠনিক সব বিষয়ে বর্তমান কমিটি সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পরামর্শ নিচ্ছে বলে জানিয়েছেন লেখক ।