সাব্বির ইফতেখার সাকিব (পাবিপ্রবি প্রতিনিধি)
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) টেকনোলজি বেসড স্কিল ডেভেলপমেন্ট সংগঠন সলভার গ্রিন আয়োজিত ‘সলভার ইন্ট্রা ইউনিভার্সিটি প্রেজেন্টেশন ওয়ারফেয়ার- ২৩’র ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল কনফারেন্স রুমে এটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এস এম মোস্তফা কামাল খান, বিশেষ অতিথি ছিলেন, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. সমীরণ কুমার সাহা। এ ছাড়া উপস্থিত ছিলেন, সলভার গ্রিনের উপদেষ্টা মো. আতাউজ্জামান ও মো. ফিরোজ আলী। প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য সংগঠনের অগ্রগতি ও উন্নয়নের জন্য বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় উপ-উপাচার্য এই আগামীতেও এ ধরনের প্রোগ্রাম আয়োজন করার কথা জানান এবং বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের মানুষকে কম্পিউটার বেসিক শেখানোর আহ্বান জানান। সলভার গ্রিনের সভাপতি সাফিউল মুজনবীন বলেন, সলভার গ্রিনের মাধ্যমে আমরা কম্পিউটার স্কিল, ভলানটারিং ও রিসার্চ বেসড বিভিন্ন কাজ শেখা ও শেখানোর চেষ্টা করি। পাবিপ্রবিতে এই টেকনোলজি বেসড কার্যক্রম হয় না বললেই চলে। আজকের মতো এ প্রেজেন্টেশন কম্পিটিশন আগামীতে আরো বড় পর্যায়ে আয়োজন করা হবে ইনশাআল্লাহ।
আলোচনা অনুষ্ঠান শেষে প্রেজেন্টেশন কম্পিটিশনের চ্যাম্পিয়ন ও রানারসআপ ট্রফি প্রদান করা হয়। ৩ রাউন্ড প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন হন টিম ‘Game of Slides’ এবং রানার্সআপ হয় টিম ‘Gryffindors’।